বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টারের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অটোরিকশা চালকেরা। তাদের অভিযোগ পুলিশের হয়রানিতে আমরা ঠিকমত অটোরিশা চালাতে পারছি না।
শনিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করেন, পরে পুলিশ এসে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কয়েকদিন ধরে রাজধানীর ডেমরা এলাকায় অটোরিকশাবিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে অবৈধভাবে মহাসড়ক ও প্রধান সড়কে চালানোর দায়ে বেশ কয়েকটি অটোরিকশা আটক করা হয়।
ডেমরা থানা পুলিশ জানায়, এই অভিযানের কারণে ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষ অটোরিকশা চালকদের সড়ক অবরোধ কর্মসূচিতে নামিয়ে দেয়। ফলে স্টাফ কোয়ার্টারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, সম্প্রতি ডেমরা ও আশপাশ এলাকার প্রধান সড়কগুলোতে অটোরিকশার চলাচল বেড়ে যায়। এর ফলে ওইসব সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হতে থাকে।
তিনি বলেন, এসব কারণে আমরা সম্প্রতি অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অভিযানে কয়েকটি রিকশা আটক করা হয়।
আন্দোলনকারীদের মধ্যে আবুল কালাম জানান, দীর্ঘদিন যাবত আমরা ওইসব এলাকাতে রিকশা চালিয়ে আসছি। কিন্ত বেশ কিছু দিন ধরে পুলিশ আমাদেরকে রিকশা চালাতে বাধা দিচ্ছে। আমরা রিকশা নিয়ে বের হলেই পুলিশ আটকে দেয়। আবার টাকা নিয়ে ছেড়ে দেয়। আমরা কতবার আটকা পড়বো আর কত বার টাকা দিবো। পুলিশের এই হয়রানি থেকে আমরা বাঁচতে চাই।
বিএনএ/ আজিজুল, ওজি