বিএনএ, ফেনী: নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কোন সন্ধান মিলে নাই গোলাম কিবরিয়া খোকনের। শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে তিনি শহরের বাসা থেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও (০১৮৮০৩৮৫৬৩১) বন্ধ। সারাদিন কোথাও তার সন্ধান মেলাতে পারেনি পরিবার।
নিখোঁজ হওয়ার পর রাতে খোকনের স্ত্রী ছাগলনাইয়া থানা একটা সাধারণ ডায়েরি করেন।খোকনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামে। তিনি আব্বাস আলি হাজি বাড়ির সফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে ছাগলনাইয়া পৌর শহরের সুবেদারি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে তার নিজের নাম্বার থেকে কল করেন এবং পরবর্তীতে ০১৯৮২৩১৭৬৮৯ নাম্বার থেকে কল করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবার ০১৯৮২৩১৭৬৮৯ নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। কিন্তু টাকা বিনিময়ে পরে নাম্বারটি বন্ধ রয়েছে।
যদি কেউ তাকে দেখে থাকেন ০১৭২৫৮১৪৫১২ এ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন গোলাম কিবরিয়া খোকনের ছেলে মিনহাজ আহমেদ মাহিম।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ খোকন’কে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে।
বিএনএ/নিজাম, এমএফ