বিএনএ,স্পোর্টসডেস্ক : বল হাতে একে একে ৭ খেলোয়াড়কে সাজঘরে পাঠালেন মাত্র তিন রান খরচায় । টি-টোয়েন্টি ক্রিকেটে এমনই অবিশ্বাস্য বোলিং করলেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডেরিক ওভারডাইক। পুরুষ-নারী সব মিলিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট পেলেন ওভারডাইক।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) নারী টি-টয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয়ান অঞ্চলের কোয়ালিফায়ার ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে অনন্য রেকর্ড গড়েন ২১ বছরের এই ডাচ তরুণী।
এতদিন নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড ছিল নেপালের অঞ্জলি চাঁদের নামে। মলদ্বীপের বিপক্ষে কোনও রান খরচ না করেই ৬টি উইকেট নিয়েছিলেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন ওভারডাইক। তার অমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুড়িয়ে যায় ফ্রান্স। আর মাত্র ৩.৩ ওভারেই ৩৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। এখন ডাচ তারকা ফ্রেডেরিক ছাড়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারও নেই।
বিএনএ/এমএম