বিএনএ, ঢাকা : প্রায় ১৪৭ দিন বন্ধ থাকার পর রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা খুলেছে আজ। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের চিড়িয়াখানায় প্রবেশ করেছে দর্শনার্থীরা। ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে চিড়িয়াখানার কাউন্টারে। ঘুরতে আসা শিশুদের প্রাণীর খাঁচার কাছে গিয়ে আনন্দে সময় কাটাতে দেখা গেছে।
এ প্রসঙ্গে চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতীফ জানান, ‘আজ চিড়িয়াখানা খোলা হয়েছে। এখন থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে দর্শনার্থীদের কঠোর এবং কঠিনভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আমরা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার পর সবাইকে প্রবেশ করতে দিচ্ছি। হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি। একমুখী প্রবেশের ব্যবস্থা করেছি।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২ এপ্রিল জাতীয় চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি সংক্রমণ কমে আসায় আজ (২৭ আগস্ট) থেকে পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনএ/ ওজি