24 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইউরোপা লিগ ড্র

ইউরোপা লিগ ড্র

ইউরোপা লিগ ড্র

বিএনএ,স্পোর্টসডেস্ক : ড্র সম্পন্ন হলো ইউরোপা গ্রুপ পর্বের । ১৬ সেপ্টেম্বর থেকে গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ইউরোপা লিগের। ইউরোপা লিগের  ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মাঠ র‌্যামন সানচেজ পিজুয়ানে।

কোন দল কোন গ্রুপে :

গ্রুপ-এ: লিওঁ, রেঞ্জার্স, স্পার্তা প্রাগ, ব্রন্ডবাই।

গ্রুপ-বি: মোনাকো, পিএসভি আইন্দোফেন, রিয়াল সোসিয়েদাদ, স্টার্ম গ্রেজ।

গ্রুপ-সি: নাপোলি, লেস্টার সিটি, স্পার্তাক মস্কো, লেগিয়া ওয়ারশ।

গ্রুপ-ডি: অলিম্পিয়াকোস, এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ফেনারবাচ, রয়্যাল এনটার্প।

গ্রুপ-ই: লাৎসিও, লোকোমোটিভ মস্কো, মার্শেই, গ্যালাতাসারাই।

গ্রুপ-এফ: ব্রাগা, রেড স্টার বেলগ্রেড, লুদোগোরেটস, মিদজিল্যান্ড।

গ্রুপ-জি: বায়ার লেভারকুজেন, সেল্টিক, রিয়াল বেতিস, ফেরেঙ্কভারোস।

গ্রুপ-এইচ: ডায়নামো জাগরেব, গেঙ্ক, ওয়েস্ট হাম, রেপিড ভিয়েনা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ