বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাসঁ লাগিয়ে মোহনা বেগম নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ওই মঘাদিয়া ইউনিয়নের ফকিরপাড়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোহনা ওই এলাকার মো. নুরুল আলম খোকনের মেয়ে। সে স্থানীয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে মোহনা। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মিরসরাই ওসি মজিবুর রহমান বলেন, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিএনএ/ওজি