19 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাসেমিরো রিয়ালে থাকছেন আরও ৪ বছর

কাসেমিরো রিয়ালে থাকছেন আরও ৪ বছর

কাসেমিরো রিয়ালে থাকছেন আরও ৪ বছর

বিএনএ,স্পোর্টসডেস্ক : আরও ৪ বছর রিয়াল মাদ্রিদে থাকছেন কাসেমিরো।শুক্রবার(২৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাবটি । নতুন চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালে থাকবেন তিনি।

২০১৩ সালে সাও পাওলো থেকে ধারে রিয়ালে আসে কাসেমিরো।  এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২৮৮ ম্যাচ খেলে গোল করেছেন ৩০টি।চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগাসহ জিতেছেন মোট ১৫টি শিরোপা।

কাসেমিরোর আগে লুকাস ভাসকেস ও দানি কারভাহাল, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড করিম বেনজেমা ও গোলরক্ষক থিবো কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়ন করেছে দলটি।

বিএনএ/এমএম

 

Loading


শিরোনাম বিএনএ