বিএনএ, ঢাকা: আন্দোলন আর অস্থিরতায় স্থগিত হয়েছে এইচএসসির ৮টি পরীক্ষা। নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না একাদশ শ্রেণির ক্লাসও। শিক্ষার্থী-অভিভাবকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।জুলাইয়ের মাঝামাঝি থেকেই শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর সংঘটিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত-সহিংসতা পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষাবোর্ড বলছে, ১৮ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার হয়েছে।১১ আগস্টের পর নতুন সূচিতে শুরু হবে স্থগিত পরীক্ষা।
বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, ১১ আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো। স্থগিত হওয়া পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশে ততদিন দেরি হবে।
এদিকে ৩০ জুলাই নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনো ভর্ভি প্রক্রিয়াই সম্পন্ন হয়নি। তাই দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষে ৬ আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষাবোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
আন্দোলন-কর্মসূচির দেয়ার আগে সংশ্লিষ্টদের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত এসব পাবলিক পরীক্ষার বিষয়টির বিবেচনায় রাখার অনুরোধ কর্তৃপক্ষের।কোটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনএ নিউজ/রেহানা,ওজি