25 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » দৃষ্টিশক্তি ফিরে পেলেন অভিনেত্রী জেসমিন

দৃষ্টিশক্তি ফিরে পেলেন অভিনেত্রী জেসমিন

jesmin

বিনোদন ডেস্ক: কন্টাক্ট লেন্সই কাল হয়েছিল ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী জেসমিন ভাসিনের। দিল্লির এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সৌন্দর্য বাড়াতে ব্যবহার করেছিলেন কৃত্রিম লেন্স। এর জেরেই ক্ষতিগ্রস্ত হয়েছে জেসমিনের চোখের কর্ণিয়া। দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি।
তবে সুখবর হলো—এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়াকে জেসমিন ভাসিন বলেন, ‘আমি প্রায় সুস্থ হয়ে গিয়েছি। অল্প অস্বস্তি ও ব্যথা হয়। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন। আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। এখন আমি আমার দৈনন্দিন কাজও করতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি চিকিৎসকদের, যারা আমাকে সুস্থ হতে সাহায্য করেছেন।’

আগামী ১ মাস মেকআপ নেওয়ার সময়ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য উল্লেখ করে জেসমিন ভাসিন বলেন, ‘আগামী এক মাস মেকআপ ও লেন্স ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছুদিন লেন্স পরতে পারব না। চোখে কোনোভাবেই মেকআপ লাগানো যাবে না।’

দীর্ঘদিন ধরে চোখে লেন্স পরেন জেসমিন। গত ১৭ জুলাই দিল্লিতে একটি অনুষ্ঠান ছিল। সেদিনের ঘটনা প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে ‘দিল সে দিল তাক’খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘১৭ জুলাই একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে ছিলাম, যার জন্য আমি তৈরি হচ্ছিলাম। আমি জানি না আমার লেন্সগুলোতে কী ভুল ছিল, তবে আমি সেগুলো পরার পরে আমার চোখ ব্যথা শুরু করে এবং ব্যথা ধীরে ধীরে আরও খারাপ হয়। আমি একজন ডাক্তারের কাছে ছুটে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এটি একটি কাজের প্রতিশ্রুতি ছিল, তাই আমি ইভেন্টে অংশ নেওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ