বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের এক্স-রে রুমের সামনের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মান্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বিএনএ/ আজিজুল, ওজি