18 C
আবহাওয়া
১:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশসহ ৪ দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ

বাংলাদেশসহ ৪ দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ


বিএনএ : বিশ্বের চারটি দেশে ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু করেছে। যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ ও ব্রাজিলে বসবাসকারী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন।

মার্কিন এআই রিসার্চ অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোম্পানি জানিয়েছে, তারা আগামী সপ্তাহের মধ্যে আরও কয়েকটি দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

ওপেনএআই ২০২৩ সালের মে মাসে চ্যাটজিপিটির আইওএস সংস্করণ উন্মুক্ত করে।

বিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েব জানিয়েছে, জানুয়ারিতে প্রতিদিন গড়ে প্রায় ১৩ মিলিয়ন ইউনিক ভিজিটর চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা ডিসেম্বর চেয়ে দ্বিগুণের বেশি।

বিএনএনিউজ/ এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ