17 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ঢামেকে করিডোর থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢামেকে করিডোর থেকে নারীর মরদেহ উদ্ধার

পরিচয় মিলেছে সেই নারীর

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করিডোর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কেউ নেই বলে হাসপাতাল থেকেও চিকিৎসার অভাবে তিনি মারা গেছেন  অভিযোগ করেন অন্য রোগীর স্বজনরা। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার জিল্লুর রহমানের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালের করিডোর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই নারী হাসপাতাল চত্বরেই ঘোরাফেরা করতেন। রোগীর স্বজনরা যে খাবার দিতেন তাই খেতেন। হাসপাতালের নতুন ও পুরাতন ভবনের সংযোগ ফুটওভার ব্রিজের উপর থাকতেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অন্য রোগীর স্বজনদের কাছ থেকে জানতে পারি ২ সপ্তাহ আগে ওই নারী এখানে আসে অসুস্থ অবস্থায়। তিনি চিকিৎসার অভাবে মারা গেছেন। মৃতের পরনে পুরাতন জামা কাপড় ছিল। তার নাম ও ঠিকানা এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ