বিএনএ,চট্টগ্রাম: সিনোফার্মের তৈরি আরো ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে আগামীকাল বুধবার। বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে এসব টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌছাঁবে। তৃতীয় দফায় চট্টগ্রামের জন্য এই সংখ্যক চীনা টিকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, তৃতীয় দফায় আরও ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা চট্টগ্রামে আসছে। বুধবার সকাল ৭টার দিকে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছাবে। টিকা পৌঁছার পর তা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে এসব টিকা পাঠানো হবে।
এর আগে প্রথম দফায় (১৮ জুন) সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দফায় (১১ জুলাই) আসে ৭৮ হাজার ৪০০ ডোজ। এবার তৃতীয় চালানে আরো ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা আসছে চট্টগ্রামে। গত ১১ জুলাই চীনা টিকার ২য় চালানের সাথে মর্ডানার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ টিকাও পেয়েছে চট্টগ্রাম।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় সবমিলিয়ে প্রায় ৮ লাখ ডোজ (অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকা পায় চট্টগ্রাম। ৭ ফেব্রুয়ারি এই টিকার প্রথম ডোজ টিকাদান উদ্বোধনের পর গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজারের মতো টিকাগ্রহীতা তাদের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে চট্টগ্রামের (মহানগরসহ জেলায়) মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন মানুষ এই (অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকার প্রথম ডোজ নেন। হিসেবে প্রথম ডোজ নেয়া আরো প্রায় লক্ষাধিক টিকা গ্রহীতা দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।
বিএনএনিউজ/মনির