17 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » শিল্প- কারখানা বন্ধই থাকবে – স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্প- কারখানা বন্ধই থাকবে – স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্প- কারখানা বন্ধই থাকবে - স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা : ৫ আগস্ট পর্যন্ত চলমান লকডাউনে গার্মেন্টসহ শিল্পকারখানা খুলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার  (২৭ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে সচিবালয়ে উচ্চ পর্যায়ে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। এই মুহূর্তে শিল্পকারখানার মালিকদের দাবি আমরা মানতে পারছি না।

টিকাদান কার্যক্রম চলবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিধিনিষেধের মধ্যে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন কার্ড নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন কার্ড নেই তাদেরও কীভাবে টিকার আওতায় আনা যায় সেটা আমরা ভেবে দেখছি।

দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ