বিএনএ, নারায়নগঞ্জ : নারায়নগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. সুরুজ মিয়া (৬৬) নামে এক আওয়ামী লীগের নেতা ও মসজিদ কমিটির সভাপতি নিহত হয়েছেন বলে অভিযোগ স্বজনদের। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার বুলাইলের আলী পাড়ায় এই ঘটনাটি ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,সুরুজ মিয়া নারায়ণগঞ্জ ফতুল্লার বুলাইলের আলী পাড়ার মৃত রহম আলীর ছেলে। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় মসজিদের সভাপতি ছিলেন।
নিহতের ছেলে মোহাম্মদ মুন্না জানান, ‘আমার বাবা ইট বালু সাপ্লায়ের ব্যবসা করতেন। সেই সাথে তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং স্থানীয় মসজিদের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন। এমন সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সালু ও হিরার নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আমার বাবার উপর হামলা করলে রক্তাক্ত জখম হন তিনি। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, ‘আমার বাবা ঘটনাস্থলের একটি বাড়িতে ইট বালু সাপ্লাই দিতে চাইলে অভিযুক্ত সন্ত্রাসী সালু ও হিরা এতে বাধা দিয়ে চাঁদা দাবি করে। পরে আমার বাবা এই ঘটনাটি ফতুল্লা থানা পুলিশকে অবহিত করলে ওই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে জোহরের পর ধারালো অস্ত্র নিয়ে এই ঘটনাটি ঘটায়। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/ এইচমুন্নী