বিএনএ, চবি: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় তরুণ লেখক সম্মেলন ২০২৪’। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হবে আগামী সোমবার।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সাধারণ সম্পাদক গিরেন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। এসময় তরুণ লেখক ফোরাম চবি শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
“লেখার মেলবন্ধনে, একত্রিত হও লেখক বন্ধু” স্লোগানে ১ জুলাই (সোমবার) ও ১০ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আয়োজিত হবে এ সম্মেলন।
তরুণ ও মেধাবী লেখকদের একত্রিত করার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এছাড়াও প্রধান আলোচক হিসেবে থাকবেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, প্যানেল আলোচক হিসেবে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ এবং আমাদের নতুন সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি আলিউর রহমান উপস্থিত থাকবেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস সচিব নাইমুর রহমান খান, কলামিস্ট ফারুক ওয়াসিফ, সাংবাদিক আবুল মোমেন এবং চবির ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন।
এবারের সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন শতাধিক তরুণ লেখক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। এছাড়াও সম্মেলনে লেখক ফোরামের ঢাবি, কুবি, নোবিপ্রবি, শাবিপ্রবি, চুয়েট, ইবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
লেখক ফোরামের চবি শাখার সভাপতি মো. ইফত্তেখারুল ইসলাম সিফাত বলেন, সম্মেলনে সেরা লেখক সহ বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এই সম্মেলন তরুণ লেখদের অনুপ্রেরণার আঁধার হয়ে থাকবে আশা করছি।
বিএনএ/ সুমন/ এইচ.এম/এইচমুন্নী