20 C
আবহাওয়া
১০:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিখোঁজ ৩

পদ্মায় নৌকা ডুবে কৃষকের মৃত্যু, নিখোঁজ ৩


বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে নৌকাডুবিতে এনামুল হক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আরও তিনজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া এলাকার বাসিন্দা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, আলাতুলি ইউনিয়নের মধ্যচর এলাকা থেকে চীনা ফসল নিয়ে এনামুল হকসহ আরও ৬/৭ জন একটি ছোটডিঙি নৌকা করে বাড়ি ফিরছিল। দুপুর দেড়টার দিকে ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়া এলাকার কাছাকাছি হঠাৎ করে ঝড়ো হাওয়ায় নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চারজন ডুবে যায়।

পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের লাশ উদ্ধার করে। অন্যদের উদ্ধারে চেষ্টা চলছে।

নির্বাহী কর্মকর্তা রওশন আলী জানান, রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে নদীতে প্রবল স্রোত রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর