বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চারিতলা গ্রামের ঈদগাহ মাঠে আগামী পবিত্র ঈদুল আজহা নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঈদের নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে বহুপক্ষীয় সংঘর্ষের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মাওলানা জাহের উদ্দিন উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের ঈদগাহ মাঠের ইমাম ছিলেন। গত বছর তিনি মারা যাওয়ার পরে নতুন ইমাম নিয়োগকে কেন্দ্র করে গ্রামের মুছল্লিদের মাঝে বিভক্তির সৃষ্টি হয়। গত বছর তারা পৃথক চারজন ইমাম নিয়োগ ও আলাদা মাঠে নামাজ আদায় করেন। একইভাবে গত পবিত্র ঈদুল ফিতরের নামাজও আদায় করেন তারা। আসন্ন ঈদুল আজহার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করেও পক্ষসমূহের মাঝে পুনরায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থা বহাল থাকলে ঈদেরদিন মাঠেই রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে।
চারিতলা গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদ জানান, ইমাম নিয়ে বিভিন্নপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করায় গ্রামের ঈদগাহ মাঠে নামাজ না পড়ার জন্য মুছল্লিদের মৌখীকভাবে নিষেধ করেছে উপজেলা প্রশাসন। তবে মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির আলম ভূঞা বিরোধ নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
ইউএনও কাবেরী জালাল বলেন, ঈদগাহ মাঠে মিলেমিশে নামাজ পড়ার মত অনুকুল পরিস্থিতি নেই। গতবছর থেকে মুছল্লিরা চারটি পক্ষে বিভক্ত হয়ে চারজন ইমাম দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। থানার অফিসার ইনচার্জ, এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুছল্লিগণকে নিয়ে আলোচনা করে বিরোধ নিরসনের চেষ্ঠা করেছি। কাজ না হওয়ায় শান্তি বজায় রাখার স্বার্থে তাদেরকে বিকল্পস্থানে অথবা সুবিধামত মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।
বিএনএ/ফেরদৌস, এমএফ