22 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » হিলি স্থলবন্দর দিয়ে এলো ৭ মেট্রিক টন কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে এলো ৭ মেট্রিক টন কাঁচামরিচ

কাঁচামরিচ

বিএনএ, দিনাজপুর : দীর্ঘ ১০ মাস পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান সততা বাণিজ্যালয় সোমবার (২৬ জুন) দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করে।

সরকার অনুমতি দেওয়ায় এখন পর্যন্ত এ বন্দর দিয়ে ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির জন্য এলসি খোলা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।

এদিকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হিলি বাজারে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা দাম কমেছে। রোববার (২৫ জুন) হিলিতে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ থেকে ২২০ টাকা কেজিদরে।

হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন জানান, আমদানি না থাকায় মরিচের দাম বেড়ে গেছে। সরকার অনুমতি দেওয়ায় আবারও আমদানি শুরু হয়েছে।

হিলি উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী ইউসুফ আলী জানান, পাঁচজন আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির জন্য এলসি করেছেন। এছাড়াও একজন আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্যও এলসি করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ