সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ‘ফল উৎসব’ করেছে উপজেলা অফিসার্স ক্লাব। সোমবার(২৭জুন) উপজেলা কৃষি অফিসের সহায়তায় আম, লিচু, কাঠাল, ড্রাগন ফল, কালো জাম, আনারস, কলা, লটকনসহ দেশিয় বিভিন্ন ফলের সমাহারের পাশাপাশি ছিল বিদেশি ব্ল্যাক বেরি তরমুজ, বিভিন্ন জাতের খেঁজুর।
দেশিয় ফলকে ঘিরে এ উৎসবে অংশ নেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাধারণ সম্পাদক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান, কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, তথ্য আপা আয়েশা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন, সমবায় অফিসার দিদারুল ইসলাম, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন প্রমুখ।
এছাড়া একইসঙ্গে সাতকানিয়া উপজেলায় সম্প্রতি যোগদান করা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মইনুল ইসলাম এবং জাইকা অফিসার বশির উদ্দিনকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সবংর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, ফল উৎসব দেশিয় সংস্কৃতির একটি অংশ। এ উৎসবের মধ্য দিয়ে দেশিয় ফলফলাদি চেনার সুযোগ হয়েছে, খাওয়ার সুযোগ হয়েছে।
সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, এসজিএন