14 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » পদ্মা সেতুতে ট্রাক উল্টে আহত ৩

পদ্মা সেতুতে ট্রাক উল্টে আহত ৩


বিএনএ, ঢাকা: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পেঁয়াজবাহী ট্রাক উল্টে ৩ জন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ফরিদপুর থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহমিনা খানম বলেন, তিনজনের বিভিন্ন ফ্র্যাকচার ছিল। তার মধ্যে কেরামতের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ