16 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৬৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৬৬


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।  নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক শূন্য ৪ শতাংশ।সোমবার (২৭ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই  তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৫৪ জন মহানগর এলাকার এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১২ জন।এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৪৪৯জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৬৩ জন।

এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ