14 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মগবাজারে বিকট বিস্ফোরণ : নিহত বেড়ে ৬

মগবাজারে বিকট বিস্ফোরণ : নিহত বেড়ে ৬

মগবাজারে ভবনে বিকট বিস্ফোরণ:

বিএনএ,ঢাকা: রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গেছেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ প্রায় ৩৫জন।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছেন। রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় সাত জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি থেকে হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ওই ঘটনায় হতাহত হওয়ার বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করলেও তাৎক্ষণিক সংখ্যা জানাতে পারেনি। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, বড় বিস্ফোরণ হয়েছে। বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।তারা বিস্ফোরণের সূত্রপাত জানাবেন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা এসেছি। একটি ভবনের ফ্লোর এবং একতলার ছাদ ধসে পড়েছে বলে জেনেছি। বিস্ফোরণে আশপাশের ভবনের গ্লাস-দরজা ভেঙে পড়ে। রাস্তা দিয়ে যাওয়া দুটি বাসের গ্লাসও ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বড় মগবাজারে একটি ভবনে বিকট শব্দে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে খবর পান। এরপর ঘটনাস্থলে ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/মনির

আরও পড়ুন: মগবাজারে বিকট বিস্ফোরণ : নিহত ২, আহত ২৮

Loading


শিরোনাম বিএনএ