22 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাস্টবিনের পাশ থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ডাস্টবিনের পাশ থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ডাস্টবিনের পাশ থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে ডাস্টবিনের পাশ থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়ার পর জহির ইসলাম (২২) নামে এক যুবককে মৃত ঘোষণা করেছে চিকিৎসক।  রোববার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায়  নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা স্কুলের সামনে থেকে তাকে হাসপাতালে নেয়া হয়। মারা যাওয়া জহির চকবাজার এলাকার ডিসি রোড কামাল কলোনীর নুরুল ইসলামের ছেলে।

হাসপাতালে আনায়নকারী জহিরের বড় ভাই মোহাম্মদ বাবুল জানান, সকালে ডাস্টবিনের পাশে জহিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান তিনি। এসময় জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকালে কাপাসগোলা এলাকা থেকে অচেতন অবস্থায় জহির নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ