24 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আন্তর্জাতিক এমএসএমই দিবস আজ

আন্তর্জাতিক এমএসএমই দিবস আজ

আন্তর্জাতিক এমএসএমই দিবস

বিএনএ ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে  আজ এমএসএমই দিবস পালিত হচ্ছে। এ দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে ‘ কী টু অ্যান ইনক্লুসিভ এন্ড সাসটেইনেবল রিকোভারী’। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি গতিশীল রাখতে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অতিক্ষুদ্র (মাইক্রো), ক্ষুদ্র (স্মল) ও মাঝারি (মিডিয়াম) উদ্যোক্তাদের (এমএসএমই) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ উপলক্ষে এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে আজ রোববার বেলা ১১টায় এক ভার্চ্যূয়াল আলোচনা সভার আয়োজন করেছে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এ ভার্চ্যূয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়াও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থাকবেন।এতে সভাপতিত্ব করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ মাসুদুর রহমান।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ