বিএনএ, ডেস্ক : সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সচিবালয়ের সামনে সোয়াট, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি মিলছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মঙ্গলবার সচিবালয়ের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। তবে নিষেধাজ্ঞা না থাকলেও সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। গেটে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করবেন কি না দুপুর ১২টার পর সেই সিদ্ধান্ত জানা যাবে।
সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে গত তিন দিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মচারীরা। চতুর্থ দিনের মতো মঙ্গলবারও সকাল ১১টা থেকে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনএ/ ওজি/শাম্মী