27 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » পাখি শিকার করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

পাখি শিকার করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ :ময়মনসিংহের হালুয়াঘাটে পাখি শিকার করতে গিয়ে বজ্রপাতে নয়ন মিয়া (১৩) নামে কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) বিকাল ৪ টার দিকে উপজেলার জুগলি ইউনিয়নের রান্ধুনিকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নয়ন ওই এলাকার মো. কালাম মিয়ার নাতী। সে তার নানার বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম রাসেল মিয়া বলে জানা গেছে।

হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, বিকালের দিকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে নয়ন ফাঁদ নিয়ে পাখি শিকার করতে যায়। এসময় বজ্রপাতে নয়ন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নয়নের কোমরের নিচের অংশে পুড়ে যাওয়ার চিহৃ আছে।

তিনি আরও বলেন, নয়নের মা নাজমা খাতুন ঢাকা গার্মেন্টসে চাকরী করতেন। সেখানেই চাকরী করা অবস্থায় রাজশাহী জেলার রাসেল মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে নয়ন মিয়ার জন্ম হয়। জন্মের কিছুদিন পর নয়নের বাবা মায়ের ডির্ভোস হয়ে যায়। এরপর থেকে নয়ন তার নানার বাড়িতে বসবাস করতেন।

এসআই চন্দন কুমার পাল বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌছে আরও বিস্তারিত বলা যাবে।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ