বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে বর্হিনোঙ্গরে অবস্থান করা মুহুরি-২ নামে একটি লাইটার জাহাজে অগ্নিকাণ্ডে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছে। শুক্রবার(২৬ মে২০২৩) রাত ১১টার দিকে জাহাজটিতে হঠাৎ বিস্ফোরণের পরপরই আগুন লেগে যায়। আগুনে জাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
কর্ণফুলী ইপিজেড (কেইপিজেড) ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো: নাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটে আমাদের দু’টি ইউনিট স্টেশন থেকে বের হয়। তবে জাহাজটি সাগরের মাঝখানে ছিল। তাই আমাদের যন্ত্রপাতি নিয়ে সেখানে যেতে দেরি হয়ে যায়।
চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী জাহাজ কান্ডারি-৮ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জাহাজে আগুন লাগার ফলে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে।
বিএনএ,জিএন