33 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » পতেঙ্গায় মাঝ সাগরে নৌযানে আগুন

পতেঙ্গায় মাঝ সাগরে নৌযানে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের খেজুরতলার কাছে একটি মাছ ধরার নৌযানে আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, ওই মাছ ধরার নৌযানে আগুন লাগার খবর একটি লাইটার জাহাজ আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। কোস্টগার্ডের শক্তিশালী নৌযান মেটাল শার্ক ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের সরঞ্জাম নিয়ে রওনা হয়েছে।

কোস্টগার্ডের পাশাপাশি ফায়ার সার্ভিস, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 153 


শিরোনাম বিএনএ