37 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » দেবিদ্বারে বিএনপির ৪৭ নেতাকর্মীর পদত্যাগ

দেবিদ্বারে বিএনপির ৪৭ নেতাকর্মীর পদত্যাগ


বিএনএ, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের সদ্যঘোষিত দুই আহ্বায়ক কমিটি থেকে ৪৭ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (২৬ মে) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি তুলে ধরেন।

গঠনতন্ত্র পরিপন্থি, ত্যাগী নেতাদের না জানিয়ে ও মূল্যয়ন না করে আওয়ামীপন্থিদের দিয়ে কমিটি করা এবং সদ্যঘোষিত ইউনিয়ন কমিটির আহ্বায়ক নৌকার পক্ষে কাজ করার অভিযোগে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকৃত নেতাদের মধ্যে রয়েছেন- সুবিল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, মো. হাবিবুর রহমান, মো. খোকন মিয়া, মো. আব্দুল লতিফসহ ১০ নেতা এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য নূর মোহাম্মদসহ ৩৭ জন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আতিকুর রহমান ও পৌরসভার ৩নং ওয়ার্ডের সদস্য মো. নূর মোহাম্মদ।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 156 


শিরোনাম বিএনএ