১১:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

বিএনএ, ডেস্ক : সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপি এর পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী আর নেই।শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান তিনি।

গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নগরপুর-দেলদুয়ার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ