21 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

অভিনেত্রীর গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ

গাড়ি

বিএনএ বিনোদন ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়েছেন ‘মিঠাই’খ্যাত টেলিভিশন অভিনেত্রী অনন্যা গুহ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে বৌবাজার থেকে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ির ওপর ভেঙে পড়ে একটি গাছ। কলকাতার এসপি মুখার্জি রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা। তবে দুজনেই সুস্থ আছেন।

অনন্যার বাবা জানিয়েছেন, তিনি গাড়ি চালাচ্ছিলেন। পাশের সিটে বসা ছিলেন অনন্যা। তাদের গাড়িটি এসপি মুখার্জি রোড দিয়ে যাওয়ার সময় আচমকা একটি গাছ তাদের গাড়িতে এসে পড়ে। তৎক্ষণাৎ ব্রেক কষায় প্রাণে বাঁচেন তারা। আরেকটু দেরি হলে গাছটি যদি গাড়ির মাঝ বরাবর পড়ত তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

এ ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। ডিএমজি গ্রুপের কর্মীরাও সেখানে হাজির হন। গাছ পড়ার কারণে ওই রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।

পুলিশের ধারণা, গোড়া আলগা হওয়ার কারণেই গাছটি ভেঙে পড়েছে। আচমকা এ ঘটনায় ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যান অভিনেত্রী। তার চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। যদিও পরবর্তীতে তিনি শুটিং সেটে পৌঁছান।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ