মিয়ানমারের শান প্রদেশে দুসপ্তাহ ধরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে দেশটির সেনাবাহিনীর কমপক্ষে ২৫ সৈন্যকে হত্যার দাবি করেছে ক্ষুদ্র জাতি গোষ্টির সশস্ত্র যোদ্ধারা। খবর ইরাবতি নিউজ এর।
বৃহস্পতিবার(২৬মে) রাতে পত্রিকাটির খবরে বলা হয়, দুপক্ষের মধ্যে যুদ্ধে ভীত সন্ত্রস্থ ১০হাজারের বেশি গ্রামবাসি এলাকা ছেড়ে পালিয়েছে। গত ১২মে নায়ং সিঅহ টাউনশিপের রিতি অই গ্রামের সরকারি সেনাদের একটি ক্যাম্প বিদ্রোহীরা হামলা চালিয়ে দখল করার পর হতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। জান্তা সরকার সেখানে দুশতাধিক সেনা সদস্যের একটি বড় দল পাঠিয়ে ক্যাম্পটি পুন:দখল করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
সেখানে পেখন পিপলস ডিফেন্স ফোর্স(পিডিএফ),কারেননি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স, লৌখহ পিডিএফ,মোয়ে পিডিএফ,ইনলি পিডিএফএর সশস্ত্র যোদ্ধারা যৌথভাবে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
বিএনএনিউজ২৪,জিএন