19 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ইউনিয়ন পর্যায়ে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন-ইউএনও ফাতেমা

ইউনিয়ন পর্যায়ে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন-ইউএনও ফাতেমা

এমএ মোতালেব

সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেছেন, ইউনিয়ন পর্যায়ে বিচারপ্রার্থী জনসাধারণ হয়রানির শিকার হচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে সাধারণ মানুষের আস্থা অর্জন করার পরামর্শ দেন এবং গ্রাম আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার সম্পন্ন করার অনুরোধ জানান।

বৃহস্পতিবার(২৬মে) সকালে উপজেলা পরিষদ হলে সাতকানিয়া উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় এ সব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, থানার অফিসার ইনচার্জ ও আইন শৃঙ্খলা কমিটির সেক্রেটারি তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার রকিবুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রিজুয়ান উদ্দিন, হাইওয়ে থানার অফিসার সুমন রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ছদাহা’র চেয়ারম্যান মোঃ মোরশেদুর রহমান, পুরানগড় চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার, মাদার্শার চেয়ারম্যান আবু নঈম মোহাম্মদ সেলিম, সাতকানিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, চরতী চেয়ারম্যান মোঃ রুহুল্লাহ চৌধুরী, সোনাকানিয়ার চেয়ারম্যান জসীম উদ্দিন, আমিলাইশের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, বাজালিয়ার চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ধর্মপুরের চেয়ারম্যান নাছির উদ্দিন, নলুয়ার চেয়ারম্যান মোঃ লেয়াকত আলী, পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদ, কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক উদ্দিন প্রমুখ।

এছাড়া সভায় ভেজাল খাদ্য ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা সহ অবৈধ ভাবে ফসলী জমির মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি আসন্ন কোরবানির সময়ে গরু চুরি বন্ধে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য থানা-পুলিশের প্রতি নির্দেশ দেন। তিনি মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সকল সিদ্ধান্ত সমূহ  বাস্তবায়ন করে পরবর্তী সভায় উপস্থাপন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

সভায় চুরি ডাকাতি ও নানা অপরাধ বন্ধে গুরুত্বপূর্ণ ভবন সমূহে সিসিটিভি ক্যামেরা বসানো, উপজেলা পরিষদ চত্ত¡রে বখাটেদের উৎপাত বন্ধ করা, পৌর এলাকায় সড়কের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান, কেরানিহাট, রাস্তার মাথা ও পৌর এলাকার ডলু ব্রিজ, মোটর স্টেশন, পোষ্ট অফিস মোড় যানজট মুক্ত রাখার সিদ্ধান্ত হয়।

তাছাড়া সভায় পাহাড়ি অঞ্চলে বসবাসরত রোহিঙ্গাদের উচ্ছেদ, অবৈধ সিএনজি স্টেশন, করাতকল বন্ধে এখনো কোন অভিযান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সাতকানিয়ার আরও খবর: আবু ছালেহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এওচিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত

পরে উপজেলা পরিষদ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি।

 

বিএনএ,এসএমএনকে,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত