28 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » দুর্যোগ মোকাবিলায় মুজিব কেল্লা ও সাইক্লোন সেন্টার সরকারের অনন্য উদ্যোগ: অর্থ প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় মুজিব কেল্লা ও সাইক্লোন সেন্টার সরকারের অনন্য উদ্যোগ: অর্থ প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় মুজিব কেল্লা ও সাইক্লোন সেন্টার সরকারের অনন্য উদ্যোগ: অর্থ প্রতিমন্ত্রী

বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ১৯৯১ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে যাদের আমি হারিয়েছি, স্বজন হারা অনেকেই এখানে আছেন তাদের হৃদয়ে এখনো অনেক ব্যাথা। আমরা তাদের প্রতি সমবেদনা জানাতে আজ উপকূলের এই ইউনিয়নে এসেছি।

বর্তমান সময়ের কথা তুলে ধরে ঘূর্ণিঝড় মোকাবিলায় বঙ্গবন্ধু সিপিপি শুরু করেছিলেন। বর্তমান সরকার দুর্যোগ মোকাবিলায় মুজিব কেল্লা, সাইক্লোন সেন্টার তৈরি করেছে সামনে আরও হবে। এখন আল্লাহর রহমত এবং জননেত্রীর দূরদর্শীতার কারণে ৯১ সালের মতো ঘটনা ঘটেনা। দুর্যোগের পূর্বাভাসের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের যন্ত্রপাতির ব্যবস্থা করেছেন।

এসময় তিনি আরও বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শন করেছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেড়িবাঁধের বিষয়টি দেখা হচ্ছে। আমরা কেউ চাইনা আনোয়ারার কোনো অংশ প্লাবিত হয়ে জানমালের ক্ষতি হোক।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৯৯১ সালের প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে নিহতের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময়ে বিএনপি ক্ষমতায় ছিলেন। সেসময় ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি বরং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, “ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো তত মানুষ মরে নাই।” ধিক্কার জানাই এমন নেতৃত্বকে। অথচ তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হয়েও উপকূলের ক্ষতিগ্রস্থ মানুষদের খোঁজখবর নিতে চলে আসছিলেন। নিজের হাতে রুটি এবং স্যালাইন বানিয়ে খাইয়েছিলেন।

স্মরণসভায় ফৌজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডা. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক, শিকলবাহার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস বাঙালি, আব্দুল জাব্বার, সাংবাদিক আলী হোসেন, আক্তার কামাল, আবু তৈয়ব রাসেল, সিরাজুল মোস্তাফা, শফিক রহমান, আব্দুল্লাহ আল হারুন, মো. রফিক, মো. হারুন, আমানুল্লাহ, নুরজ্জামান, মো. রফিক, নুরুল ইসলাম মনু, মো. আবছার, মো. খোকন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি আজম খান, টিপু তাজ মনির, ছাত্রলীগের মধ্যে মিজানুর রহমান, জাহেদু ইসলাম জাহেদ, রিদুওয়ানুল ইসলাম প্রমুখ।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ