27 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৬০০ বস্তা অবৈধ চিনি আটক

চট্টগ্রামে ৬০০ বস্তা অবৈধ চিনি আটক

চট্টগ্রামে ৬০০ বস্তা অবৈধ চিনি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে নগরীর বহদ্দারহাট এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে অবৈধ মজুদ করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মো. আবদুর রব্বানিকে (৪৫) আটক করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নাফিজ গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দ চিনি মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের লোগো লাগানো বস্তায় মজুদ করা হয়।

আটক আবদুর রব্বানি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কুচুখাইন এলাকার মৃত ফজল আহমেদের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, সংবাদ পেয়ে কারখানায় মজুত করা ৬০০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। অভিযানে আটক কারখানা মালিকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের এবং চান্দগাঁও থানার এসআই রিয়াদ উছ সালেহীন ও পুলিশের একটি টিম।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ