18 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ভর্তি পরীক্ষার্থীদের সেবায় কুবি চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ভর্তি পরীক্ষার্থীদের সেবায় কুবি চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ভর্তি পরীক্ষার্থীদের সেবায় কুবি চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের নানা সেবা প্রদান করেছে চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে একটি বুথ করে তাদের এই নানাবিধ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করতে দেখা যায়।

সেবামূলক কর্মকান্ডের মধ্যে ছিল ফোন, ঘড়ি, ব্যাগ, বইসহ বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা এবং পানি ও শরবত সরবরাহ করা।

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক সেবা নিয়ে চট্টগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম গালিব বলেন, ‘আমরা অনলাইনে প্রচারণা করেছি যাতে শিক্ষার্থীরা আমাদের থেকে সাহায্য নিতে পারেন। আমরা ভর্তি পরীক্ষার আগের রাত থেকেই চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের রাত্রিযাপনের ব্যবস্থা করেছি। দিনের বেলায় শিক্ষার্থী এবং অভিভাবকদের খাবার পানি সরবরাহ, ব্যাগ, মোবাইল জমা রেখেছি। ভবিষ্যতেও চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজের ধারা অব্যাহত রাখবে।’

বিএনএনিউজ/ আদনান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ