27 C
আবহাওয়া
২:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধবিরতিতেও সুদানে লড়াই অব্যাহত

যুদ্ধবিরতিতেও সুদানে লড়াই অব্যাহত


বিএনএ, বিশ্বডেস্ক : তিনদিনের  যুদ্ধবিরতিতেও সুদানে লড়াই অব্যাহত রয়েছে। দেশটির বেশ কিছু জায়গায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

বিবিসি জানায়, টেলিভিশন ও রেডিও ভবনের কাছে লড়াই ছড়িয়ে পড়েছে। সেখানে নেই কোনো জ্বালানি, রয়েছে ডাক্তারের সংকট। তাছাড়া খাদ্য ও অর্থের চরম অভাব দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে বেশি বিপদে পড়েছে খার্তুম ও ওমদুরমানের বাসিন্দারা। কারণ তারা বিশুদ্ধ পানি ও খাদ্য পাচ্ছে না। নগদ অর্থের সংকট তো রয়েছেই।

এ ঘটনার ফলে এরই মধ্যে অসংখ্য বিদেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। লড়াই বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক নিহত হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ