27 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশিদের ফেরাতে নিরাপদ রুট খুঁজছে সরকার

বাংলাদেশিদের ফেরাতে নিরাপদ রুট খুঁজছে সরকার

সুদান

বিএনএ ডেস্ক: সংঘাতময় সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহজ ও নিরাপদ রুট খোঁজা হচ্ছে। একই সঙ্গে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কার্যক্রম চলছে। সব কিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হতে পারে।

সুদানের পার্লামেন্টারি আর্মি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪০০ মানুষ। এমন পরিস্থিতিতে সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

সূত্র জানায়, সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে নিরাপদ ও সহজ রুট খুঁজছে সরকার। সে লক্ষ্যে বেশ কয়েকটি রুট নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এসব রুটের মধ্যে রয়েছে, সুদান থেকে মিশর হয়ে ঢাকা, সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা, দক্ষিণ সুদান হয়ে ঢাকা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে আমরা কাজ করছি। প্রথমে তালিকা চূড়ান্ত করতে চাই। তালিকা চূড়ান্ত হলেই সহজ ও নিরাপদে তাদের ফেরানো হবে। তবে ঠিক কোন রুটে ফেরানো হবে, সেটা এখনো চূড়ান্ত নয়।

বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে আমরা খার্তুম থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছি। এখান থেকেই আমাদের কাজ করতে হচ্ছে। আমরা একটা তারিখ চূড়ান্ত করেছি ৩০ এপ্রিল। তবে জাহাজ এখনও চূড়ান্ত করা হয়নি। যার জন্য এ তারিখটা চূড়ান্ত না। জাহাজের তারিখ চূড়ান্ত করার পর বাস চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি, ৩০ এপ্রিল থেকে ২ মের মধ্যে বাংলাদেশিদের জেদ্দায় নিতে পারব।

সূত্র জানায়, সুদানে বিবাদমান দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ ও গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেখানের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলির আঘাত হেনেছে।

খার্তুমের পরিস্থিতি অবনত হওয়ায় সেখানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পাঁচ শতাধিক নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন। ফিরতে আগ্রহীদের তালিকা করা হচ্ছে। এর আগে সুদান থেকে বিভিন্ন দেশের ৯১ জন নাগরিককে উদ্ধার করে সৌদি আরব। এর মধ্যে কিছু বাংলাদেশি নাগরিকও ছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ