25 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের প্রধানমন্ত্রীর পরিবারে করোনার হানা

ভারতের প্রধানমন্ত্রীর পরিবারে করোনার হানা

ভারতের প্রধানমন্ত্রীর পরিবারে করোনার হানা

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। করোনা থেকে রক্ষা পেলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্দরমহলও। করোনাভাইরাসে প্রাণ হারালেন প্রধানমন্ত্রীর কাকিমা নর্মদাবেনের। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০।

নর্মদাবেন গুজরাটের নিউ রনিপ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দিন দশেক আগে তাঁর করোনা ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা শুরু হয় তাঁর। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী জানিয়েছেন, আমাদের কাকিমা নর্মদাবেন ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন। করোনার কারণে তাঁর শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আজ তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নর্মদাবেন মোদীর মৃত্যুতে মোদী পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর স্বামী জগজীবনদাস হলেন প্রধানমন্ত্রীর বাবা দামোদরদাসের ভাই।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৭৬ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হলেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জনে। অ্য়াক্টিভ মামলার সংখ্যা ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ২০৯। করোনাকে ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের ১৪ কোটি ৫২ লক্ষ ৭১ হাজার ১৮৬ জনকে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ