25 C
আবহাওয়া
৪:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ৭৪৮৮ কোভিড জেনারেল বেড এবং ৩৮৪টি আইসিইউ বেড খালি

দেশে ৭৪৮৮ কোভিড জেনারেল বেড এবং ৩৮৪টি আইসিইউ বেড খালি

দেশে ৭৪৮৮ কোভিড জেনারেল বেড এবং ৩৮৪টি আইসিইউ বেড খালি

বিএনএ, ঢাকা: করোনাকালীন সময়ে দেশের ৮ বিভাগের হাসপাতালগুলোর মধ্য থেকে এই মুহুর্তে মোট ৭ হাজার ৪৮৮ কোভিড জেনারেল বেড এবং ৩৮৪টি কোভিড আইসিইউ বেড খালি রয়েছে।

মঙ্গলবার(২৭ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে  হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়, দেশের ৮ বিভাগে এই মুহুর্তে মোট কোভিড ডেডিকেটেড শয্যা সংখ্যা ১২ হাজার ২৯৪টি এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা ১ হাজার ৬৯টি। এগুলোর মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলো খালি হয়েছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ