বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া। গত বছরের শেষের দিকে তেলেগু ভাষার ওয়েব সিরিজে নাম লেখান ‘বাহুবলি’ খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইলেভেন্থ আওয়ার’ নামের এই ওয়েব সিরিজ। মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন তামান্না।
এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হওয়ার পর গুঞ্জন চাউর হয় মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, এই ওয়েব সিরিজের জন্য ১.৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তামান্না। ওয়েব সিরিজটি মুক্তির পর এই গুঞ্জন নতুন করে আলোচনায় উঠে এসেছে।
এতদিন পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তামান্না। অবশেষে বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। তামান্না বলেন-‘অভিজ্ঞতার জন্য এই ওয়েব সিরিজে অভিনয় করেছি, অর্থের জন্য নয়।’
‘আহা’ ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ইলেভেন্থ আওয়ার’ মুক্তি পেয়েছে। উপেন্দ্র নাম্বুরির ‘এইট আওয়ার’ উপন্যাস অবলস্বনে এটি তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন প্রবীণ সাত্তারু। ‘ইলেভেন্থ আওয়ার’ তামান্নার দ্বিতীয় ওয়েব সিরিজ। এর আগে তামিল ভাষার ‘নভেম্বর স্টোরি’ ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।
বিএনএনিউজ২৪/এমএইচ