বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরের ১৭৯ জন এবং উপজেলার ৬৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৩৪০ জন।
গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এসই সঙ্গে করোনায় ১৩দিন পর একটি মৃত্যুহীন দিন পার করেছে চট্টগ্রাম। এর আগে সর্বশেষ এমন আরেকটি দিন দেখেছিল ১৫ এপ্রিল।
করোনা পরিস্থিতির ভয়াবহ রকম অবনতি হওয়ায় ১৪ এপ্রিল থেকে আটদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। সর্বাত্মক লকডাউনের প্রথম দিন অনেকটা স্বস্তিতে পার করেছিল চট্টগ্রাম। মঙ্গলবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)ল্যাবে ২৪৪টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪২৭টি নমুনা পরীক্ষায় ৬৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪০টি নমুনা পরীক্ষায় ৪৭ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৫২টি নমুনা পরীক্ষায় ২৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪২টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ২১টি নমুনা পরীক্ষায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ১০টি ল্যাবে ১ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষায় ২৪৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩৪০ জন। যাদের মধ্যে নগরের ৩৯ হাজার ৫৭৯ জন এবং উপজেলার ৯ হাজার ৭৬১ জন। এসময় করোনায় কারও মৃত্যু না হওয়ায় মৃত্যুর সংখ্যা ৫০৪ জনে স্থির রয়েছে। এর মধ্যে নগরের ৩৭৫ জন এবং উপজেলার ১২৯ জন।
বিএনএনিউজ/আমিন