বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশে ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ এক কিশোরকে আটক করেছে।
সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নগরীর মোহাম্মদপুরের সুলতান কলোনিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বলেন, ঘটনার মূল হোতা আটক রয়েছে।
নিহত কিশোর রফিকুল ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর থানার কাহেতোরা এলাকার পিরোজ মিয়ার ছেলে। তবে তারা মোহাম্মদপুর সুলতান কলোনিতে বসবাস করতেন। সে মুরাদপুরের একটি ডেক্সি ফ্যাক্টরিতে কাজ করতো।
নিহত মো. রফিকুল ইসলামের বন্ধু মো. ইমন বলেন, গতকাল ইয়াছিনের সঙ্গে রফিকুল ইসলামের কোনো একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। আজ ইফতারের পরে আমরা কয়েকজন কলোনিতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ইয়াসিনসহ আরও কয়েকজন মিলে এসে ছুরি বের করে আঘাতের চেষ্টা করে। প্রথমে আমার হাতে আঘাত লাগে। পরে রফিককে আঘাত করে তারা। এরপর রফিককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাতে ছুরিকাহত এক কিশোরকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/মনির