বিএনএ, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলার মক্রবপুর ইউপির মক্রবপুর মধ্যমপাড়া গ্রামের হিচ্ছি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- মক্রবপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৩) ও পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে বেড়াতে আসা বিপ্লবের ছেলে রাব্বি (২)। সম্পর্কে তারা খালাতো ভাই ও বোন।
মৃতদের নানা এমরান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তারা উভয়ে খেলাধুলা করতে করতে একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কোথাও তাদের সন্ধান না পেয়ে পুকুরে তল্লাশি করলে দুপুর ১২টার দিকে তাদের মরদেহ ভেসে উঠে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ নাই।
বিএনএনিউজ/এইচ.এম।