বিএনএ, ঢাকা : বাংলাদেশের বেশকিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সারা দেশেই আগামী দুই দিন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে তারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শুক্রবার সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
বিএনএনিউজ/এইচ.এম।