বিএনএ, ঢাকা : রাজধানীর খিলক্ষেত থানার পাশের সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় তাঁর মোটরসাইকেলের পেছনে থাকা এক নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খিলক্ষেত থানার কাছে গ্লোরি পরিবহনের একটি বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এ সময় তাঁর পেছনে থাকা নারী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত নারীকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আমিনুল বাশার আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর কাছে থাকা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে পরিচয় জানার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছেন। বাসের হেলপারকে আটক করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী