25 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

২৪ দিনের ছুটিতে যাচ্ছে কুবি


বিএনএ, কুবি : ইস্টার সানডে, পবিত্র শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২৮ মার্চ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার থেকে  এসব তথ্য জানা গেছে।

ক্যালেন্ডারে ২৮ মার্চ থেকে ১৮ এপ্রিল ২১দিন সকল ধরনের ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। ৩১ মার্চ ইস্টার সানডে উপলক্ষে একদিন এবং ৭-১৮ এপ্রিল ১২ দিন পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ছুটি থাকবে। ১৮ এপ্রিলের পরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা মোট ২৪ দিন ছুটি পাচ্ছে এবারের ইদের ছুটিতে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি কার্যকর হওয়ার কথা জানান।

হলের প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, ” বিশ্ববিদ্যালয়ে ছুটি চলাকালীন হল বন্ধ থাকবে,  এ সময় কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। তবে বিশেষ কারণে যদি কেউ হলে থাকে সেক্ষেত্রে তাকে ২ এপ্রিলের মধ্যে হল অফিসে রক্ষিত রেজিস্টারে উপযুক্ত কারণসহ পরিচয় এন্ট্রি করতে হবে এবং নিজ দায়িত্বে থাকতে হবে। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে আমরা চাইবো ছুটিতে হলে কেউ না-থাকুক।”

বিএনএ/আদনান/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ