25 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর

বান্দরবানে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তর


বিএনএ, বান্দরবান : বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়কসহ বান্দরবানের বিভিন্ন স্থাপনার জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ২ কোটি ৭৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নয়জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে এসব চেক বিতরণ করেন।

এ সময় তার সাথে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সরকারি কমিশনার অরূপ রতন সিংহসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক, রুমা উপজেলার আনসার ব্যাটালিয়ন ক্যাম্প এবং গজালিয়া ও তুমব্রু সড়কের জন্য এসব জমি সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করা হয়। দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্তরা নানা সমস্যার কারণে এসব জমির ক্ষতিপূরণ পায়নি। তাদের সমস্যার কথা চিন্তা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এসব মামলা নিষ্পত্তি করে ক্ষতিগ্রস্তদের টাকা দিয়ে দেয়া হয়েছে।’

বাকি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ