বিএনএ, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে প্রথমবারের মত চারুশিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) চারুকলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে একাডেমিক ভবনের নীচতলায় বৈশাখী চারু শিল্পমেলা ১৪৩১ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
উপাচার্য বলেন, চারুশিল্প দেশের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে। আমরা যে সাংস্কৃতিক মুক্ত বুদ্ধির কথা বলছি। চারুশিল্প মেলা মুক্তবুদ্ধি চর্চায় ভূমিকা রাখবে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, চারুকলা অনুষদের ডিন এবং রেজিস্ট্রারসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সকলের দ্বারে দ্বারে স্বল্পমূল্যে চারু শিল্প পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চারু শিল্পমেলা আয়োজন হচ্ছে।
বিএনএনিউজ/ শহীদুল ইসলাম/ বিএম